দু’হাজার এক সালের বর্ষ বরন উত্সব চলাকালে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ- হুজির আট নেতাকে ফাঁসি ও ছ’ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ তাঁর প্রতিবেদনে।
বাংলাদেশে, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামের আমির মতিয়ুর রহমান নিযামীর বিরূদ্ধে দায়ের করা মামলার রায় মঙ্গলবার ঘোষনা করা হবে বলে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহূরূল আলম।