বাংলাদেশ সরকার একটা নতুন আইন করতে চলেছে, যাতে NGOদের কাজকর্ম নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। সরকার বলছে-কিছু কিছু আইনের অপব্যবহার রোধ করা জরুরী বিধায়,এর প্রয়োজন রয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ আজ এক রিপোর্টে বলেছে- এ আইন বলবত হলে সমালোচনার কন্ঠ রুদ্ধ হয়ে যাবে । এ ব্যাপারে ঐ অধিকার গোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন সহযোগিদের প্রতি সরকারের ওপর এ নিয়ে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। বিষয়টি সম্পর্কে সূশাসনের জন্যে নাগরিক সূজন সংস্থার সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা ও মানব জমিন পত্রিকার সম্পাদক মতিয়ুর রহমান চৌধুরী।