বাংলাদেশে,সংবিধানের ষোড়শ সংশোধনী বিলের ব্যাপারে এখন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইন মন্ত্রী। বলেছেন,অপসারণ আইন যখন হবে,তখন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এর ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বাংলাদেশে,বি এন পি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন- দেশে এখন এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে-সংবিধান,রাষ্ট্র,জাতিয় ইতিহাস,জনগনের জীবন-জিবিকা তছনছ করা হচ্ছে-বলেন এ অবস্থা বেশিদিন চললে শুধু বাংলাদেশই নয় –অঞ্চলের স্থিতিশীলতাই হুমকির মুখে পড়বে।জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
সাত দেশের জোট BIMSTEC-এর সচিবালয় ঢাকায় স্থাপিত হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বিশ্বে বিপন্ন প্রজাতী হিসেবে বাঘ সংরক্ষণের জন্যে রবিবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় গ্লোবাল ষ্টক টেকিং কনফারেন্স- জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।