যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশব্যাপী পুলিশ বাহিনীর উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের থেকে আরো কোটি কোটি ডালার অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন। মিজোরী রাজ্যের ফার্গুসনে শ্বেতাংগ এক পুলিশ কর্মী ও নিরস্ত্র কৃষ্ণাংগ কিশোর রাস্তায় মুখোমুখী অবস্থান নিলে তাকে গুলি করে হত্যা করার ঘটনার প্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান।
সোমবার, হোয়াইট হাউজে তাঁর মন্ত্রী পরিষদ, নাগরিক অধিকারের নেতা এনং আইন বলবতকারী কর্মকর্তাদের সংগে বৈঠকের পর মিঃ ওবামা ব্যয় বরাদ্দর পরিকল্পনাটি ঘোষণা করেন। তিনি পুলিশ বাহিনীর জন্য কেন্দ্রীয় সরকারের থেকে ২৬ কোটি ডালারের বেশী অর্থ বরাদ্দ চেয়েছেন।
প্রেসিডেণ্ট ওবামা জানিয়েছেন যে অতিরিক্ত অর্থে ৫০ হাজারটি গায়ে সেটে দেওয়া যায় এমন বডি ক্যামেরা ক্রয় করা হবে। সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ ঐ ক্যামেরা গায়ে লাগিয়ে নেবেন এবং কথাবার্তা রেকর্ড করবেন।