ভারতসহ বিদেশে নারী পাচার করার ঘটনা অনেক অগে থেকে চলছে বাংলাদেশে। রাইট যশোর নামে একটি মানবাধিকার সংগঠন বলছে ২০১৪ সালে ১৯৩ জন নারী ও শিশু, শুধু বেনাপোল দিয়েই ভারত পাচার হয়েছে। ভারত থেকে ফেরতও এসেছে অনেক নারী। ফেরত আসা দুই নারীরর সঙ্গে কথা বলে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।