ভূমধ্যসাগরে নিমজ্জিত নৌযানের জিবিত আরোহিদের ভেতর এক বাংলাদেশির উদ্ধারের কথা জানিযেছে জাতিসংঘের UNHCR সংস্থা- জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ইতিমধ্যে আমরা ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলি লিবিয়ার ত্রিপোলীতে বাংলাদেশ দূতবাসের শায দ্য এ্যাফেয়ার্স আশরাফুল ইসলামের সঙ্গে- তিনি আমাদের জানান।
আমরা কথা বলি ইটালীর মিলানে কনসাল জেনারেল অফিসের ফার্স্ট সেক্রেটারী আশিক রুবাইয়াতের সঙ্গেও।