জেলের মধ্যে সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ,এমনকি চলচিত্র নির্মাতাদেরও প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করল কেন্দ্রের বিজেপি চালিত সরকার।
ফলে বিভিন্ন কারনে জেলের বন্দিদের সংগে সাক্ষাত করার যে চল ছিল...তা এবার থেকে বন্ধ হতে চলল।
তবুও যদি কেউ সে চেষ্টা করে...তাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে।
সরকার যদি মনে করে,উদ্দেশ্য ইতিবাচক সে ক্ষেত্রে অনুমতি মিললেও মিলতে পারে। সে ক্ষেত্রে মোটা টাকা জমা রাখতে হবে।এবং কাজের শেষে ক্যামেরা ও ফিল্ম ভালো করে পরীক্ষা করে তবেই ফেরত দেওয়া হবে।
কার্যত অসংখ্য নিয়মের বেড়াজালে পুরোপুরি ঘিরে ফেলা হল গোটা প্রক্রিয়া টিকে।অর্থাত সংবাদ মাধ্যমের স্বাধীনতা,তথ্যচিত্র ও চলচিত্র নির্মাতাদের ছবির মাধ্যমে মত প্রকাশের অধিকার ও এন জি ও কর্মীদের স্বাধীন অনুসন্ধানের অধিকারও কাড়া হল।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: