অ্যাকসেসিবিলিটি লিংক

রিইউনিয়ন দ্বীপে মালয়েশিয়ান এয়ার লাইন্সের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ


অস্ট্রেলিয়ার অনুসন্ধানকারীরা বলছেন রিইউনিয়ন দ্বীপে যে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তা মালয়েশিয়া এয়ার লাইন্সের নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানের বলেই তাদের দৃঢ় বিশ্বাস। মালয়েশিয়া এয়ার লাইন্সের বিমানটি ২০১৪ সালের মার্চ মাসে ২৩৯ জন যাত্রীসহ নিখোঁজ হয়।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেইফটি ব্যুরোর প্রধান কমিশনার মার্টিন ডোলান শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তারা ঐ ভগ্নাংশটি সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারবেন।

দুই মিটার দীর্ঘ ফ্লেপেরন অর্থাৎ বিমানের পাখার ঐ অংশটি বিশদ ভাবে তদন্তের জন্য শনিবার নাগাদ ফ্রান্সের টুলুসে গিয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নিখোঁজ বিমান বোয়ং 777 শেষ যেখানে দেখা গিয়েছিল তার প্রায় ৩৫’শ কিলোমিটার দূরে

বুধবার, মাদাগাস্কারের পূর্বাঞ্চলের রিইউনিয়ন দ্বীপের সমুদ্রতীরে ভগ্নাংশ পাওয়া যায়।

XS
SM
MD
LG