অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরী আবহাওয়ার কারণে গত মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি


বৈরী আবহাওয়ার কারণে গত ৩০ জুলাই মিয়ানমার থেকে যে ১৫৯ বাংলাদেশীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি, ৫ আগস্ট তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। ৩০ জুলাই বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি’র সাথে মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে পতাকা বৈঠকের পর ওই ১৫৯ জনকে ফেরত দেয়ার কথা ছিল। এই পর্যন্ত ৩৪২ জন বাংলাদেশী মিয়ানমার থেকে দেশে ফেরত এসেছেন। এর মধ্যে জুনে তিন দফায় ১৮৭ জন বাংলাদেশী দেশে ফিরে আসেন। গত ২১ এবং ২৯ মে সাগর থেকে মিয়ানমারের নৌবাহিনী যে ৯৩৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে, তার মধ্যে ৫২৮ জন বাংলাদেশী বলে পরে এক তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এই তালিকার ১৫৫ জন বাংলাদেশীকে ২২ জুলাই দেশে ফেরত আনা হয়। ৫ আগস্ট ১৫৯ জনকে ফেরত আনা হবে তাদের নামও ওই তালিকায় রয়েছে। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00



XS
SM
MD
LG