অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত


People comfort a man who lost his family member in a suicide attack in Mardan, Pakistan, on Dec. 29, 2015.
People comfort a man who lost his family member in a suicide attack in Mardan, Pakistan, on Dec. 29, 2015.

পাকিস্তানের মার্দানে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ২০ জনের বেশী আহত হয়।

ইসলামাবাদের উত্তরপশ্চিমে অবস্থিত ওই শহরটিতে সরকারি এক অফিসের সামনে ওই বিস্ফোরণ ঘটে। National Database and Registration Authority বা NADRA’র দফতর সেটি। NADRA’র দায়িত্ব হচ্ছে জাতীয় পরিচয় পত্র ইস্যু করা।

Mardan Division এর Deputy Inspector General Saeed Wazir হামলার পর স্থানীয় বার্তা মাধ্যমকে বলেন হামলাকারী motorbikeএ ছিল এবং ভবনটির গেটের সামনে তার বিস্ফোরক ভর্তী ভেস্টে বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন কর্তৃপক্ষ বোমা হামলাকারীর মরদেহ শনাক্ত করতে পেরেছে এবং তদন্ত শুরু হয়েছে।

XS
SM
MD
LG