অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে,যুক্তরাষ্ট্রের ৭০০ মিলিয়ন ডলারের সমর উপকরণ সরবরাহের সিদ্ধান্তে ক্রুদ্ধ ভারত।


পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলারের সমর উপকরণ সরবরাহের সিদ্ধান্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ৮টি এফ-১৬ যুদ্ধবিমান।এই সিদ্ধান্ত জেনে ক্রুদ্ধ ভারত।শনিবার ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর ডেকে পাঠান ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মাকে। তাঁকে ভারতের অসন্তোষের কথা জানিয়ে দিয়ে এ কথাও বলা হয় যে, এ সব যে ভারত আর অাফগানিস্তানের বিরুদ্ধেই পাকিস্তান কাজে লাগাবে, তাতে ভারতের কোনও সন্দেহ নেই। পাকিস্তানে সন্ত্রাসবাদ দমনে এগুলি কাজে আসবে বলে আমেরিকার তরফে যা বলা হয়েছে, তাকে নেহাত ছেঁদো যুক্তি বলে মনে করছে ভারত। নিজেদের অসন্তোষ কেবল রাষ্ট্রদূতের সঙ্গে ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই সীমাবদ্ধ না রেখে বিদেশ দপ্তর এ বিষয়ে নিজেদের মনোভাব একেবারে বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ্যে জানিয়ে দেওয়া হল। এ কিন্তু বিরল ঘটনা। ভারতের ধারণা, সন্ত্রাসবাদ দমন নয়, আসলে বিভিন্ন বিষয়ে পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা আদায়ের লক্ষ্যেই এই অস্ত্র সরবরাহ। বিশেষত, নিজের কার্যকাল শেষ হওয়ার আগেই আফগানিস্তান সরকার আর তালিবানদের সমঝোতা নিশ্চিত করে যাওয়াই ওবামার লক্ষ্য বলেই ভারতের বিশ্বাস।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG