৫০০ আর ১,০০০ টাকার যাবতীয় নোট বাতিল করবার পর ১০ দিন কেটে গেল। এখন সেই বাতিল নোটের বদলে নতুন নোট বাজারে ছাড়বার কাজ। নতুন ৫০০ আর ২,০০০ হাজার টাকার নোট ছাপতে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের ১২ হাজার কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে, আরও হবে। সমস্যা হল, বাতিল হয়ে গিয়েছে ভারতের অর্থনীতিতে চালু-থাকা ৮০% নোট। সেই কোটি কোটি টাকা এ বার নতুন নোটের মাধ্যমে ফের বাজারে নিয়ে আসা বিপুল কাজ। এতে কত দিন লেগে যাবে, কেউই স্পষ্ট করে অনুমান করতে পারছেন না। তবে বেশ কয়েক মাস তো নিশ্চয়ই। তত দিন দৈনন্দিন আর্থিক লেনদেন চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ছায়া পড়ছে বাজারে আকস্মিক নোটের জোগান কমে যাওয়ার। বোঝাই যাচ্ছে সরকার এত সমস্যার কথা আগাম অনুমান করতে পারে নি। হয়তো চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে নোট বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে অনেক উপদেষ্টার সঙ্গে কথা বলা হয় নি। তাই সম্ভাব্য সব সমস্যা আগেই মাথায় আসে নি। এখন যেমন যেমন স,মস্যা উঠে আসছে, তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।