বাংলাদেশের সাহসী যুবক ফারাজ হোসেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোস্যাল জাস্টিস পুরস্কার পেলেন। মুম্বাই ভিত্তিক হারমনি ফাউন্ডেশন রোববার বিকালে এই পুরস্কার প্রদান করে। ফারাজের মা সিমিন হোসেন পুরস্কার গ্রহণ করেন।গত পহেলা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার সময় বন্ধুদের জন্য ফারাজ নিজের জীবন উৎসর্গ করেন। আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ হোসেনকে জঙ্গিরা ছেড়ে দিলেও বন্ধুদের ফেলে আসতে রাজি হননি। পরিণতিতে জঙ্গিরা তাকে হত্যা করে। এই জঙ্গি হামলায় ২২ জন প্রাণ হারান। তাদের বেশিরভাগই ছিলেন বিদেশী।হারমনি ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেছেন, সাহসী ভূমিকার জন্য ফারাজকে এ বছর মাদার তেরেসা পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে। এর আগে দালাইলামা, মাহাথির মোহাম্মদ, ব্যারোনেস ক্যারোলিন কক্স, মালালা ইউসুফজাই ও ডক্টরর্স উইদাউট বর্ডার্সকে এই পুরস্কার দেয়া হয়। ২০০৫ সালে এই পুরস্কার চালু হয়।