অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যায় যুক্তরাষ্ট্রের যথেষ্ট উদ্বেগ


মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।সোমবার ঢাকায় কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন সমস্যাটির সমাধানে বাংলাদেশসহ সমমনা সব দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে কি ঘটছে তা জানতে এবং সেখানকার সমস্যা সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এএইচআরসি এক বিবৃতিতে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নির্মম নির্যাতন চলছে জাতিসংঘের কাছে অবিলম্বে তার তদন্তের দাবি জানিয়েছে । সংস্থাটি বলেছে সর্বশেষ পাওয়া স্যাটেলাইট ছবিতে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে।এদিকে, সাবেক রাষ্ট্রপতি এবং জাতিয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন।এছাড়া রোহিঙ্গাদের জন্য সীমিত সময়ের জন্য হলেও সীমান্ত খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী আবু ইয়াহিয়া ।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG