অ্যাকসেসিবিলিটি লিংক

নোট বাতিলের জেরে বন্ধ উত্তরবঙ্গের চা বাগান


গত ৮ নভেম্বর ৫০০ ও ১,০০০ টাকার নোট বদলের পর থেকে নগদ টাকা ব্যাঙ্কে বাড়ন্ত। তার জেরে উত্তরবঙ্গের তরাই অঞ্চলের তিরিহান্না চা বাগানে নগদে বেতন দিতে না পারায় বিক্ষুদ্ধ বাগানের ২,৫০০ শ্রমিক। ঘেরাও-এর হুমকি শুনে আধিকারিকেরা পালিয়ে যান। এ রাজ্যের তরাই ও ডুয়ার্স ২৭৬টি ও দার্জিলিং পাহাড়ে ৮৭টি চা বাগান। মোট ৪.২৫ লক্ষ শ্রমিকের অধিকাংশই বেতন পাচ্ছেন না। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে নগদে বেতন না পেয়ে বিক্ষোভ দেখাবেন ও বাগান থেকে চা বেরোতে বাধা দেবেন। সব মিলিয়ে চা শিল্পে অচলাবস্থা। দেখা দেবে অশান্তি। ঐ অঞ্চলে ব্যাঙ্ক পরিকাঠামো সীমিত বলে ব্যাঙ্ক মারফত বেতন দেওয়াও সম্ভব নয়।

please wait

No media source currently available

0:00 0:01:19 0:00

XS
SM
MD
LG