বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাস হলে প্রায় ১৫ লাখ প্রবাসী সরাসরি ক্ষতিগ্রস্থ হবেন। তারা হারাবেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ। অনেকেই রাষ্ট্রহীন হয়ে পড়বেন। বৃটেনের বাংলাদেশি আইনজীবীদের সংগঠন বৃটিশ বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ এই অভিমতই ব্যক্ত করেছে। রোববার লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে বলা হয়, এই আইনটি সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এই সংগঠনের অন্যতম নেতা ব্যারিস্টার আতাউর রহমান প্রস্তাবিত আইনের বিরোধিতা করে বলেন, বৃটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন। গত ফেব্রুয়ারি মাসে আইনটি মন্ত্রিসভায় অনুমোদন লাভ করে। এখন সংসদে পাসের অপেক্ষায় রয়েছে। এ আইন কার্যকর হলে যাদের দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে, তারা কেউ সংসদ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কোন সরকারি চাকরির সুযোগও থাকবে না তাদের জন্য। কোন রাজনৈতিক সংগঠনেও যোগ দিতে পারবেন না তারা। বৃটিশ বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ আইনটির বিরুদ্ধে বৃটেনের বিভিন্ন শহরে জনমত তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী মাসের শেষের দিকে তারা একটি সর্বদলীয় প্রতিনিধি দল দেশে পাঠাবে। তারা প্রস্তাবিত আইনের সংশোধনীর একটি খসড়া আইনমন্ত্রী আনিসুল হকের হাতে তুলে দিবেন।