অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের ৪০ জন রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি


মিয়ানমারের ৪০ জন রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বাংলাদেশের প্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু ছিল বলে জানা গেছে। এদিকে, একজন রোহিঙ্গা মিয়ানমার থেকে ওই দেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে পালিয়ে এসে সোমবার দুপুরে বাংলাদেশের টেকনাফে মারা গেছেন। বিজিবি এবং স্থানীয়দের ভাষ্য মতে, রোববার রাতে মিয়ানমারের মাংগালা এলাকায় ওই দেশের নিরাপত্তাবাহিনীর গুলিতেই ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন।বিজিবি সূত্রে বলা হয়েছে, গত ৪ দিনেই প্রায় ৩শ জন মিয়ানমারের রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর এই সংখ্যা গত ৬ সপ্তাহে সাড়ে তিন হাজারের বেশি। বিজিবি বলছে, গত ১৯ দিনে রোহিঙ্গা বোঝাই ১৩০টি মতো নৌকা ফেরত পাঠানো হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG