অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে আন্দোলন


বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশী চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার এক সরকারী আদেশে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশে বলা হয়, আইন অনুযায়ী ওই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আর ওই নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হবে বলে সরকারী নির্দেশে বলা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিক, সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত মিডিয়া ইউনিটি নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের অভিযোগ- বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ইতোপূর্বে একটি আইনী নোটিশও দেয়া হয়েছিল সরকারের প্রতি। উল্লেখ্য, বাংলাদেশে বেশ কয়েকটি ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার হয় এবং এতে বাংলাদেশী বিজ্ঞাপন প্রচার করা হয়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG