অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ আমেরিকা অঞ্চলের ওএএস-র স্থায়ী পর্যবেক্ষক মনোনীত হয়েছে


বাংলাদেশ আমেরিকা অঞ্চলের গুরুত্বপূর্ণ সংস্থা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বা ওএএস-র স্থায়ী পর্যবেক্ষক মনোনীত হয়েছে। সংস্থার মহাসচিব লুইস আমগ্রো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে দেয়া এক চিঠিতে এই মনোনয়ন প্রাপ্তির কথা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র দফতর সোমবার জানিয়েছে, ওএএস এর মহাসচিব তার চিঠিতে বলেছেন, এই নতুন অবস্থানে যাওয়ার পর বাংলাদেশ এবং ওই সংস্থার মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে; আর এতে উপকৃত হবেন বাংলাদেশ এবং আমেরিকা অঞ্চলের জনগণ। বাংলাদেশ এই সংস্থাটির স্থায়ী পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছিল- গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা এবং উন্নয়ন বিষয়ক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে। পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ১৯৪৮ সালে লাতিন আমেরিকার ২০টি দেশ নিয়ে এই সংস্থাটি গঠিত হয়েছিল। ওই ২০টি দেশ ছাড়াও উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু দেশ মিলিয়ে ওএএস এখন ৩৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই সংস্থার স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ৭২টি।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG