আজ জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলায় সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার তিন শ্রমিকের মৃত্যু হল। সেনা সূত্রে খবর, অন্ধকারের সুযোগ নিয়ে বটালা গ্রাম দিয়ে ঢোকে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা থেকে দু কিলোমিটার দূরে প্রতিরক্ষা মন্ত্রকের ইঞ্জিনিয়ারিং সুরক্ষাবাহিনীর ক্যাম্পে গতকাল ভারতীয় সময় রাত দুটো টো নাগাদ তারা হামলা চালায়। জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় বর্ডার রোডস অর্গানাইজেশনের তিন শ্রমিকের। আজ ভারতীয় সময় সকাল সাতটা পর্যন্ত চলে গুলির লড়াই। এরই মধ্যে পালিয়ে যায় জঙ্গিরা।এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ানরা। সেনা ছাউনিগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি বলে ভারতীয় সেনা সূত্রের খবর।