অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় রেলে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসে


ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল ভারতীয় রেলে । অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসের নয় টি কামরা।সর্বশেষ খবরনুযায়ী এখনো পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত শতাধিক।গতকাল ভারতীয় সময় রাত এগারোটা কুড়ি মিনিটে দুর্ঘটনাটি ঘটে। রাতেই চারটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক স্টেশনে চালু হয় হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার জেরে রায়গড়-বিজয়নগরম শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বেশকিছু ট্রেন অন্য পথে ঘোরানো হয়েছে।কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা জানা যায়নি। তবে উড়িয়ে দেওয়া হচ্ছে না মাওবাদী নাশকতার আশঙ্কা। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গুরুতর আহতদের পঞ্চাশ হাজার ও সামান্য আহতদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা।দুর্ঘটনার তদন্ত রেলওয়ে সুরক্ষা কমিশনারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG