অ্যাকসেসিবিলিটি লিংক

টিআইবির গবেষণা প্রতিবেদন: জলবায়ু পরিবর্তনে বিপন্ন বাংলাদেশ


জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক স্বার্থ, স্থানীয় প্রভাব এবং জনগণের সম্পৃক্ততা না থাকার কারণেই জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার ও যথাযথ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে যে সবদেশ বেশিমাত্রায় বিপন্ন, বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোর অর্থায়ন ও বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব একটি বড় বাধা হিসেবে কাজ করে বলে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া অর্থ বরাদ্দ ও বাস্তবায়নসহ বিভিন্ন পর্যায়ে মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকার ব্যবস্থা ও প্রভাবশালীরা নানাভাবে প্রভাব বিস্তার করে বলেও এতে বলা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপগুলোতে জনসম্পৃক্তা নেই।
বাংলাদেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাবেলায় ৩৭৮টি প্রকল্প রয়েছে - যাতে বরাদ্দ রয়েছে ২ হাজার ৬শ কোটি টাকা।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG