অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মিরের সিয়াচেন গ্লেসিয়ার এলাকায় তুষারধ্বসে মৃত্যু হয়েছে ১৫ ভারতীয় সেনার


Siachen Glacier
Siachen Glacier

ভয়ঙ্কর তুষারধ্বসে কাশ্মিরের সিয়াচেন গ্লেসিয়ার এলাকায় বুধ ও বৃহস্পতিবার ২ তুষারধ্বসে মৃত্যু হয়েছে ১৫ ভারতীয় সেনার। খোঁজ চলছে আরও মৃতদেহের। ১৯৮৪ সালের এপ্রিল থেকে এই তুষার রাজ্যকে পাকিস্তানী আগ্রাসন থেকে মুক্ত রাখতে অন্তত ৯০০ ভারতীয় সেনা মারা গিয়েছেন। সিয়াচেনে ২০০৩ সালের যুদ্ধবিরতির পর থেকে পাকিস্তানী গোলাগুলিতে কিন্তু কোনও ভারতীয় সেনার মৃত্যু হয় নি। আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ রাখা সত্বেও তুষারধ্বসের আগাম ইঙ্গিত মেলে না। শৈত্যের বিরুদ্ধে জয় যে কঠিন, তা বোঝাই যাচ্ছে। তবু ঐ উচ্চতা থেকে সেনা নামিয়ে আনবার ভাবনা মনেও আনে না ভারতীয় সেনা।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG