অ্যাকসেসিবিলিটি লিংক

রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সৃষ্ট বিতর্ক:বিশ্লেষণ করেছেন সৈয়দা রেজওয়ানা হাসান


بنگلہ دیش: بم دھماکے میں دو افراد ہلاک
بنگلہ دیش: بم دھماکے میں دو افراد ہلاک

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রশ্নে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। পরিবেশবাদী এবং সুন্দরবন রক্ষায় সক্রিয়বাদীরা বলছেন-সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হবে এবং পরিবেশের উপরে এর ভয়াবহ প্রভাব পড়বে। পক্ষান্তরে প্রধানমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলা হচ্ছে, সুন্দরবন রক্ষার নামে যারা আন্দোলন করছেন বা সমর্থন দিচ্ছেন, তারা না বুঝেই তা করছেন।রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সৃষ্ট বিতর্ক সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট পরিবেশবাদী এবং পরিবেশ আইনজীবী সমিতি’র প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান। সৈয়দা রেজওয়ানা হাসান মনে করেন, সুন্দরবন বাচাতে এবং পরিবেশ রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা সরকারের পক্ষ থেকে বাদ দেয়া উচিত।

please wait

No media source currently available

0:00 0:03:07 0:00

XS
SM
MD
LG