অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছেন


বাংলাদেশ সরকার মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের একটি নদীর চরে স্থানান্তরের ইতোপূর্বে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এছাড়া মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের ব্যাপারে করণীয় সম্পর্কে বাংলাদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রেজিস্ট্রিকৃত এবং অরেজিস্ট্রিকৃত রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নোয়াখালীর হাতিয়ার ঠ্যাংগার চরে স্থানান্তরে সহায়তা করবে বলে মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে এবং এতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা যাতে মূল ধারায় মিশে যেতে না পারে, সে লক্ষ্যে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশনায় বলা হয়েছে। সরকার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিতকরণের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG