ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানীগুলি বিদেশ থেকে কম বেতনে কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে। ভারতের আইআইটি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে মার্কিন সংস্থারা লোক নেওয়া আগেই কমিয়ে দেয়, আর এখন ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পরে তো বোঝাই যাচ্ছে, ট্রাম্পের আমলে বিদেশীদের আমেরিকায় থেকে কাজ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। খড়গপুর, কানপুর, রুরকি ইত্যাদি প্রথম সারির ভারতীয় আইআইটিগুলির ছাত্রেরা বুঝতেই পরছে, এ বার অন্যত্র কাজের সুযোগ খুঁজতে হবে। এর সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাপী একটু অর্থনৈতিক মন্দার পরিস্থিতি।