জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন পনিরসেলভম। কিন্তু রবিবার শাসক দল এআইএডিএমকে-র এক দলীয় বৈঠকে তিনি নেতার পদ থেকে ইস্তফা দিলেন। পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হলেন শশিকলা নটরাজন। ইনি একেবারেই রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এত কাল পরিচিত ছিলেন জয়ললিতার অতি ঘনিষ্ঠ সহচরী হিসেবে। মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ নেবেন বুধবার। এ খবর জেনে বিরোধী ডিএমকে দল মন্তব্য করেছে, এটা রাজ্যের পক্ষে খারাপ খবর। অনেকের আশঙ্কা, শশিকলা নেত্রী পদে আসীন হওয়াকে কেন্দ্র করে দলে ভাঙন ধরলেও এখন অবাক হওয়ার থাকবে না।