অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অর্থ লোপাটের বিশাল এক অংক ফেরত দিতে ফিলিপাইন কর্তৃপক্ষ গড়িমসি করছে


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ লোপাটের এক বছর পুরো হলেও, বাংলাদেশ ওই অর্থের বিশাল এক অংক অর্থাৎ ৬ কোটি ৬০ লাখ ডলার এখনো ফেরত পায়নি। ওই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে-তার সম্ভাবনাও দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে। ২০১৬-এর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইবার জালিয়াতির মাধ্যমে ওই অর্থ লোপাট হয়ে ফিলিপাইনে চলে যায়। নানা দেন-দরবারের পরে ফিলিপাইন কর্তৃপক্ষ দেড় কোটি ডলার ফেরত দিলেও বাকি অর্থ ফেরত দিতে তারা গড়িমসি করছে। বাংলাদেশের দিক থেকেও কোনো কার্যকর উদ্যোগ নেই। বাংলাদেশ মামলা করবে এমনটা বলা হলেও, শেষ পর্যন্ত তাও আর করা হয়নি। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে ফিলিপাইনসহ সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কার্যকর চেষ্টা তদবিরও দৃশ্যমাণ নয়। বাংলাদেশ সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলেছিল, এই ঘটনার সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কিছু কর্মকর্তা জড়িত। তাদের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তারা আশাবাদী।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG