অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত রোববার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন


প্রবীণ রাজনীতিবিদ, ৭ বার নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত রোববার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সুরঞ্জিত সেনগুপ্ত গত শুক্রবার নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে ঢাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনসহ বিভিন্ন দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, তার মৃত্যুতে সংসদীয় রাজনীতিসহ সামগ্রিকভাবে রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করে আলোচনা করা হয়। এদিকে, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার সুরঞ্জিত সেনগুপ্তের নিজ এলাকায় সুনামগঞ্জের দিরাইরে শেষকৃত্য সম্পন্ন হবে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG