অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সব মোবাইল ব্যবহারকারীর যাবতীয় তথ্য নথিভুক্ত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


আগামী এক বছরের মধ্যে দেশের সব মোবাইল ব্যবহারকারীর পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যাঁরা প্রিপেড সিম কার্ড ব্যবহার করেন, তাঁরা সহ দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকের সবাইকেও বাধ্যতামূলকভাবে এক বছরের ভিতরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করে ফেলতে বলেছে শীর্ষ আদালত।কেন্দ্রকে সবোর্চ্চ আদালতের আরও নির্দেশ, এমন কোনও পদ্ধতি চালু করতে হবে যাতে প্রিপেড সিমধারী মোবাইল ব্যবহারকারীরা রিচার্জ করার সময় একটি ফর্ম ফিলআপ করে জমা দেবেন। সব মোবাইল ব্যবহারকারীর পরিচয় খতিয়ে দেখতে একটি মেকানিজম চালু করতে বলেছে প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি এন ভি রামান্নার বেঞ্চ।

লোকনীতি ফাউন্ডেশন নামে একটি এনজিও-র দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে এহেন নির্দেশ সুপ্রিম কোর্টের বেঞ্চের।শীর্ষ আদালত বলেছে, দিনদিন ক্রমশ মোবাইল ফোন, সিম কার্ডের ব্যবহার বাড়ছে। এমনকী আজকাল ব্যাঙ্কের কাজকর্মেও অত্যাবশ্যক হয়ে উঠেছে মোবাইল ফোন। তাই যাঁরা নতুন মোবাইল সংযোগ নিচ্ছেন, তাঁদের পরিচয় ভাল ভাবে খতিয়ে দেখাটা জরুরি। সিম কার্ডের অপব্যবহার যাতে না হয়, সেজন্যও বর্তমানে যাঁরা মোবাইল ব্যবহার করছেন, তাঁদের পরিচয় খতিয়ে দেখা প্রয়োজন।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG