অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব ব্যাপী ১৩ই ফেব্রুয়ারী পালিত হচ্ছে "বিশ্ব বেতার দিবস"


বেতার জনপ্রিয় গনমাধ্যম। বেতারে রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি। তথ্য প্রযুক্তির অবাধ প্রসারের ফলে বেতার সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। গ্রাম গঞ্জে ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণ মাধ্যম। আজ বিশ্ব বেতার দিবস। বিশ্ব ব্যাপী ১৩ই ফেব্রুয়ারী এ দিবসটি পালিত হয়। এ বছর বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য "তুমিই বেতার" এ দিনটি উপলক্ষে জাতীয় বেতার ভবন থেকে একটি র‍্যালি বের হয়। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু র‍্যালিটি উদ্ভোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের বেতার মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সাথে একাকার হয়ে আছে। বাংলাদেশের বেতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে। তিনি আরও বলেন, বেতারের প্রত্যেকটি মানুষই একটি বেতার সম্প্রচার যন্ত্র হিসেবে আমরা দেখি। বেতার বিনোদন,শিক্ষা, সংবাদ প্রচার থেকে শুরু করে প্রতিটি বয়সের মানুষের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। একাত্তরের মুক্তি যুদ্ধের সময় বেতারই ছিল মানুষের কাছে সংবাদ সংগ্রহের একমাত্র অবলম্বন। বেতার সম্প্রচার একটি শিল্প। ১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বের বেতারের যাত্রা শুরু হয়ে আজ অবদি নিষ্ঠার সাথে সম্প্রচারিত হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00


XS
SM
MD
LG