অ্যাকসেসিবিলিটি লিংক

 ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত


চারিদিকে বইছে ফাগুনের গান। সেই সাথে কোকিলের কণ্ঠে কুহু কুহু ধ্বনি। ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন। গাছে গাছে পলাশ ফুটেছে। আর এ সব কিচুই জানান দিচ্ছে ফাগুন এসেছে। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। তরুন-তরুণীদের মনেও লেগেছে দোলা। আজ সকলে বসন্তের হাওয়ায় মেতে উঠেছে। শীতকে পেছনে ফেলে বসন্ত এসেছে ফুলের ডালা সাজিয়ে। ভালবাসার মানুষের সাথে নিজেকে রাঙ্গিয়ে নিতে সবাই সেজেছে আপন মনে। এই দিনটিকে আরও উপভোগ করতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রহন করেছে নানা কর্মসূচি। তাই কবির ভাষায় বলতে হয়- "ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত"।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG