অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পরিবহন শ্রমিকেরা মঙ্গলবার থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট শুরু করেছে


সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত-আহত হওয়ার পৃথক ঘটনায় আদালত একজন ট্রাক চালককে মৃত্যুদন্ড এবং একজন বাস চালককে যাবজ্জীবন কারাদন্ড দেয়ার রায়ের প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিকরা মঙ্গলবার থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট শুরু করেছে। এতে লক্ষ লক্ষ যাত্রী যেমন সীমাহীন দুর্ভোগে পড়েছেন, তেমনি মালামাল পরিবহন ব্যবস্থাও থমকে গেছে।বাস চালককে যাবজ্জীবনের ঘটনায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় গত দুই দিন ধরে পরিবহন ধর্মঘট চলছিল। এর উপরে রোববার ট্রাক চালককে মৃত্যুদন্ড দেয়ার ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মঙ্গলবার থেকে দেশব্যাপী সড়ক পরিবহন ধর্মঘট শুরু করে। রাজধানী ঢাকায়ও বাস ও ট্রাক চলাচল খুবই সীমিত সংখ্যায় চলেছে। পরিবহন শ্রমিকরা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দিয়েছে। নাগরিকদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।এদিকে বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আসা কয়েকশ যাত্রী দুইদিন ধরে আটকা পড়ে আছেন।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG