অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সাতটি বড় শহরে নজরদারি ব্যবস্থা আরও দৃঢ় করল কেন্দ্র


কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের সাতটি বড় শহরে নজরদারি ব্যবস্থা আরও দৃঢ় করে তুলতে দুশো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির এ কথা জানিয়েছেন।কলকাতা, দিল্লি ও মুম্বই ছাড়া বাকি শহরগুলি হল চেন্নাই, আমদাবাদ, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। নতুন দিল্লির স্মার্ট সিটিজ সামিটে যোগ দিয়ে আহির জানান, নিরাপত্তার জন্য তথ্যপ্রযুক্তি, ডেটা, বিশেষত ভিডিও নজরদারি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়ছে, স্মার্ট সিটি সহ নানা প্রকল্পের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তুলতে চায় কেন্দ্র।দেশের শহরগুলিকে নিরাপদ বাসস্থান করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মার্ট পুলিশি ব্যবস্থায় জোর দেওয়ার কথা বলেছেন বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায়, ভিডিও নজরদারির মাধ্যমে অপরাধের সংখ্যা কমানো গিয়েছে- যে সব জায়গায় এই ব্যবস্থা রয়েছে, সেখানে দুষ্কর্মের সাহস পাচ্ছে না অপরাধীরা। সিসিটিভির সাহায্যে গোটা দেশেই পুলিশি তদন্ত অনেক সহজ হয়েছে,এবং সেই কারনেই এই ভাবনাকে আরো দ্রুত রুপায়নেই উদ্যোগী কেন্দ্র।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG