অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের সাথে আলাপ-আলোচনা এবং পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন পেশ করেছেন জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি


মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্যমান সহিংস পরিস্থিতি ও মানবিক সংকট নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন এবং মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি বাংলাদেশ ও মিয়ানমারে সরেজমিন পরিদর্শন, রোহিঙ্গাদের সাথে আলাপ-আলোচনা এবং পর্যবেক্ষণ শেষে পৃথক পৃথক দুটো প্রতিবেদন পেশ করেছেন এ মাসেই। আর এ দুটি প্রতিবেদনেই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমার বাহিনীর চরম নির্যাতনের কথা বলা হয়েছে। আর দেশটির রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে নির্যাতন-নিপীড়ন বন্ধ করাসহ এসব বিষয়ে ওই দেশটির প্রতি উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে। মানবিক সাহায্য-সহায়তা যাতে পৌছানো যায় তার আহবানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
এমনই এক প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তেজনাকর পরিস্থিতি এবং নির্যাতনের ব্যাপারে উদ্বেগ এবং মানবিক সাহায্য-সহায়তা পৌছানোর আহবান জানিয়ে এক বিবৃতি দিতে চেয়েছিল। শুক্রবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটো প্রদানের কারণে ওই বিবৃতিটি আর শেষ পর্যন্ত দেয়া সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদের খসড়া বিবৃতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ এবং এসব বিষয়ে মানবিক সহায়তা পৌছানোর বিষয়টি নিশ্চিত করার ব্যাপারেই প্রধানত গুরুত্ব দেয়া হয়েছিল। চীন এবং রাশিয়ার ভেটো দেয়ার বিষয়টি এবং এর প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবরার চৌধুরী।.

please wait

No media source currently available

0:00 0:04:58 0:00

XS
SM
MD
LG