অ্যাকসেসিবিলিটি লিংক

বৌদ্ধদের শীর্ষ ধর্মগুরু দালাই লামার ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সফর বিতর্ক


আগামী ৫ এপ্রিল ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং মঠে যাওয়ার কথা বৌদ্ধদের শীর্ষ ধর্মগুরু দালাই লামার। এর আগে ২০০৯ সালেও তাওয়াং-এ গিয়েছিলেন তিনি। চিনা বিদেশ মন্ত্রক আবার বলেছে, এই সফর ভারত-চিনের সম্পর্ককে ব্যাহত করবে। দু দেশের সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার ওপরেও তার ছায়া পড়বে। কেননা, চিনের দাবি, অরুণাচলে আসলে দক্ষিণ তিব্বত ও সুতরাং চিনা ভূখণ্ড। ভারত মনে করে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। দালাই লামারও তাই মত। কাজেই চিনাদের চাপ উপেক্ষা করেই তাওয়াং-এ যাবেন দালাই লামা। ষষ্ঠ শতকে এখানেই জন্মেছিলেন তখনকার দালাই লামা। তাই তিব্বতীদের কাছে এই এলাকার বাড়তি গুরুত্ব রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG