বাংলাদেশের উত্তর পুরবাঞ্চলের সিলেট মহানাগারির শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অন্তত দুই জঙ্গি নিহত হয়েছ্রেন বলে সেনাবাহিনী্র পক্ষ থেকে জানানো হয়েছে।বলা হয়েছে ষে ভেতরে আরও জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকছে। সেনাবাহিনীর প্যারা কমান্ড বাহিনীর ওই অভিযানের তৃতীয় দিন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন দুইজন জঙ্গিকে দৌড়ানো অবস্থায় দেখে আমাদের কমান্ডোরা ফায়ার করেছে এবং তারা পড়ে যাওয়ার পর একজন সুইসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটায়।