অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি-র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ দ্রুত বাড়ছে পশ্চিমবঙ্গে


বিজেপি-র পেছনের সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আর এস এস দ্রুত বাড়ছে পশ্চিমবঙ্গে।মাত্র ১ বছরে শাখার সংখ্যা ১৫৩০ থেকে বেড়ে পৌঁছেছে ১৮২০তে। কেন এই বাড়বাড়ন্ত? রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, বাম শক্তির ক্ষয়ের সঙ্গেই জড়িত বিপরীত ভাবাদর্শের সংগঠন আর এস এস-এর রমরমা। ভ্রাতৃঘাতী দাঙ্গার পরে ১৯৪৭-এর স্বাধীনতাত্তোর পশ্চিমবঙ্গে জড়ো হন লক্ষ-লক্ষ উদ্বাস্তু। তখনই তো আর এস এস-এর জনপ্রিয়তা বাড়াটা স্বাভাবিক ছিল। কিন্তু বামপন্থীদের শ্রেণিভিত্তিক আন্দোলনের প্রচার আর উদ্বাস্তুদের উন্নয়নের জন্য আন্দোলনের জোয়ারে ভিন্ন কোনও ভাবাদর্শের আবেদন গুরুত্ব পায় নি। তারপর ৩৪ বছরের বাম শাসন।তৃণমূল কংগ্রেসও বিজেপি ও আর এস এস-বিরোধী। তবু এই আমলেই প্রবল গতিতে বেড়ে চলেছে আর এস এস। ও দিকে, বাম শক্তির ক্ষয় কিন্তু অব্যাহত।

please wait

No media source currently available

0:00 0:01:17 0:00

XS
SM
MD
LG