হাইওয়েতে মদ্যপ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে অনেক দুর্ঘটনা ঘটে। তা আটকাতে ১ এপ্রিল থেকে দেশ জুড়ে হাইওয়ের দু ধারে ৫০০ মিটার অঞ্চলে মদের দোকান ও বার নিষিদ্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই বিচলিত বার মালিক ও মদশিল্প। পশ্চিমবঙ্গ সরকারই বছরে এক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। অন্য কয়েকটি রাজ্যের দেখাদেখি এ রাজ্যেও বেশ কয়েকটি হাইওয়েকে বাদ দিয়ে দিক সরকার হাইওয়ের তালিকা থেকে, এমন দাবি মদ শিল্পের। তাহলে নিষেধাজ্ঞা আর প্রযোজ্য হবে না।কিন্তু সুপ্রিম কোর্ট তাতে পাছে ক্রুদ্ধ হয়, এই ভয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার।