বিমানের যাত্রী বাহী ব্যাগে দুটি তাজা গ্রেনেড নিয়ে বিমানে উঠতে গিয়ে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের উত্তর বঙ্গের দার্জিলিংয়েরএক বাসিন্দা যিনি নাকি এক জন সেনা জওয়ান। আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই জওয়ানের। কিন্তু তার আগেই ধরা পড়ে যান তিনি।অ্যান্টি-হাইজ্যাকিং স্কোয়াড ধৃত জওয়ানকে নিজেদের হেফাজতেও নিয়েছে।সরকারী সূত্রের খবর প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত জওয়ানের নাম ভূপাল মুখিয়া। তিনি সতেরো নম্বর জম্মু ও কাশ্মীর রাইফেলসের জওয়ান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই জওয়ানের দাবি, নদীতে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরার জন্যই তিনি গ্রেনেড নিয়ে যাচ্ছিলেন। যদিও তাঁর এই বক্তব্য বিশ্বাস করছেন না তদন্তকারীরা। তাঁরা সব দিক খতিয়ে দেখছেন।প্রসংগত বলা যেতে পারে শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেশের অন্যতম সেরা, এবং গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে গিয়েছিলেন। ফলে হাই অ্যালার্টও জারি করা হয়েছিল। এরপরেই আজ সেনা জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেই সরকারী সূত্রের খবর।