অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইলের পরিকল্পিত নতুন বসতি কায়েম নিয়ে রিপোর্ট ও আলোচনা


ইস্রাইলের পরিকল্পিত নতুন বসতি কায়েম নিয়ে ইস্রাইল-ফিলিস্তিন দু’খানেই উত্তপ্ত অনুভূতি সঞ্চারিত হতে দেখা যাচ্ছে। ২০ বছরে এই প্রথম ইস্রাইল আবার বসতি কায়েম করবে, এ খবরে ফিলিস্তিনীরা দারূন ক্ষুদ্ধ- বলছে,আন্তর্জাতিক আইনের বরখেলাপ এ পরিকল্পনা- এতে করে শান্তির সকল সম্ভাবনা কবর রচিত হয়ে যাবে চিরতরে।এই যে সব গ্রাসের তৎপরতা-জমি নেবেসীমান্তের নিয়ন্ত্রণ নেবে, এতে করে পরিস্থিতি তো নেহায়েতই মন্দ।বললেন পূর্ব জেরুযালেমের এক ফিলিস্তিনী আবু আহমেদ।

এ্যাক্ট –

ডক্টর ওমার ফারুক আপনার প্রতিক্রিয়া—

ইস্রাইলী সূপ্রিম কোর্টের নির্দেশে ইস্রাইলী আর্মী আরেকটি ইহূদী বসতি উচ্ছেদ করবার মাস দু’ই বাদেই নতুন এ বসতি কায়েমের কথা শোনা গেলোবসতি কায়েম প্রশমনের জন্যে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলো- কিন্তু এখন এই যে নতুন পরিকল্পনা ইস্রাইল নিলো এতে হোয়াইট হাউসের পক্ষ থেকে অনুচ্চারিত- ভোঁতা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে, বারাক ওবামার আমলে এ ধরনের তৎপরতা যে শান্তি প্রক্রিয়ার পথ রুদ্ধ করে দেবে সে কথা বলে বসতি সম্প্রসারনের তীব্র বিরোধীতা করা হতো। সাবেক ইস্রাইলী কূটনীতিক যালমন শোভাল মনে করেন সিমিত মাত্রায় বসতি গড়ায় হোয়াইট হাউস আর ইস্রাইলী প্রশাসনের মধ্যে একটা মৌন সমঝোতা রয়েছে।(এ্যাক্ট)

বলা হচ্ছে- নেতানিয়াহু দেশের রাজনৈতিক মঞ্চে যে ওয়াদা রেখেছিলেন সেটিও পূরণ হবে-এভাবে।

ডক্টর ফারুক আপনি সহমত পোষন করেন এ বিশ্লেষনের সঙ্গে?

please wait

No media source currently available

0:00 0:05:26 0:00

XS
SM
MD
LG