অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে ষ্টিভ বেননকে অপসারণ করা হয়েছে


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান উপদেষ্টার পথ থেকে ষ্টিভ বেননকে অপসারণ করেছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন যে বেননকে যে অপসারণ করা হয়েছে সেটা তাকে নিম্ন পদ নামিয়ে দেওয়া নয় বরং আপাতত পরিষদে তার প্রয়োজন নেই । এর ফলে হোয়াইট হাউজে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ক্ষমতা ভারসাম্য বজায় রাখার বিষয়ে হয়ত উদ্বেগ দেখা দিতে পারে।

XS
SM
MD
LG