যে কোন আন্তর্জাতিক চুক্তি করার আগে সংসদে তা নিয়ে আলোচনা না হওয়া অসাংবিধানিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দশম জাতীয় সংসদের অধিবেশন সম্পর্কিত এক গবেষণার পর্যবেক্ষণ তুলে ধরে এমন মন্তব্য করে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানাকামাল বলেন, বেশ কিছু কাজ সরকার করে ফেলছে যে ব্যাপারে জনগণ কিছুই জানে না।সংবাদ সম্মেলনে বলা হয় সংসদে বিরোধী সদস্যদের বিল সম্পর্কিত সংশোধনী প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় না বলেও গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয় দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে বিভিন্ন আলোচনাপর্বে মোট সময়ের ১৫ শতাংশ ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহারে।