সোমবার ৪ দিনের ভারত সফর সেরে স্বদেশে ফিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে নানান ক্ষেত্রে ২২টি চুক্তি সই হবার পরেও হাসিনার কিন্তু তিস্তা জলবণ্টন চুক্তি সই করতে না পারার আক্ষেপ রয়েই গেল। যাঁর জন্য আটকে রয়েছে এই চুক্তি, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাসিনাকে দু পাশে রেখে প্রধানমন্ত্রী মোদি বললেন, এই চুক্তি অচিরেই সই হবে বলে তাঁর বিশ্বাস। কিন্তু কিসের ভরসায় এই বিশ্বাস, তা মোদি বলেন নি। তিস্তার বণ্টনের জলে নিয়ে কোনও আলোচনাতেই না গিয়ে মমতা বলেছেন, কোনও জল দেওয়ায রাজ্যের পক্ষে অসম্ভব। তিনি তাই বিকল্প নদীর জলের কথা বলেছেন। সেই প্রস্তাব কিন্তু মোদি ও হাসিনা কারুর কাছেই গ্রহণযোগ্য বলে শোনা যায় নি। তাহলে কোন চাবিকাঠি দিয়ে এ জট ছাড়বে?