অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লিখতে নয়া আইন আনতে চলেছে কেন্দ্র


পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসনের ক্ষমতায় আসীন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে রাজ্যে অত্যন্ত সস্তায় চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছিল ঠিক সেই সিদ্ধান্ত কে সামনে রেখেই যেন আজ তারই পক্ষে জোর সওয়াল করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ সুরাতে এক হাসপাতালের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এবার থেকে চিকিত্সকদের প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লিখতে হবে। সেই প্রক্রিয়া নিশ্চিত করতে নয়া আইন আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমি দেখেছি চিকিত্সকরা প্রেসক্রিপশনে এমনভাবে ওষুধের নাম লিখে দেন , যাতে সাধারণ এবং গরীব মানুষরা সেটা পড়তে না পারেন। তারপর ওষুধের দোকানে গিয়ে দেখালে সেখানে একই কম্পোজিশনের কিন্তু যে ব্র্যান্ডের ওষুধের দাম বেশি, সেই ওষুধই বিক্রি করা হয়’। ভাষণে প্রধানমন্ত্রী বলেন---এছাড়া সস্তায় পরিষেবা দিতে চিকিত্সার প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের দাম কমানোর ওপরও জোর দিচ্ছে কেন্দ্র, এমনই দাবি করেন প্রধানমন্ত্রী।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG