অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের মাজার-এ-শরীফ শহরে সেনা ঘাঁটিতে হামলায় ১৪০ জন নিহত


শুক্রবার আফগানিস্তানের বাল্খ প্রদেশের রাজধানী মাজার-এ-শরীফ শহরে সেনা ঘাঁটিতে তালিবান যোদ্ধাদের আত্মঘাতি হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনা সদস্য। ২০০১ সালের পর থেকে আফগান সেনা বাহিনীর ওপর এটিই সবচেয়ে বড় হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার বিকেলে অন্তত ১০ জন আত্মঘাতি হামলাকারী সেনাবাহিনীর দুটি গাড়ীতে করে আফগান ন্যাশনাল আর্মির ২০৯ শাহীন কর্পস সদরদপ্তরে হামলা করে। হামলায় শতাধিক আহত হয়।

আফগান কর্তৃপক্ষ জানায় হামলাকারীরা ঘাঁটির মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া সেনা সদস্যদের লক্ষ্য করে গুলী ছোঁড়ে। আফগান কমান্ডোরা পাল্টা গুলী ছুড়লে অনেক্ষন দুপক্ষের মধ্যে গোলাগুলী হয়।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব নিয়ে এক বিবৃতিতে জানায় ‘আমাদের মুজাহিদরা ১০ ঘন্টা দখলে রাখে ঐ সেনা ঘাঁটি এবং ৫০০ শত্রুপক্ষিয় যোদ্ধা হত্যা করেছে”।

অপরদিকে আফগানিস্তানে ইসলামিক ষ্টেটের সমর্থকেরা ঐ হামলার কৃতিত্ব নিতে চায়। কাবুল থেকে একরাম শিনওয়ারি, এই রিপোর্টটি পাঠিয়েছেন।

XS
SM
MD
LG