অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্লাবিত হাওর এলাকাকে দুর্গত অঞ্চল ঘোষণার জন্য বিরোধী রাজনৈতিক দল সমূহের দাবি নাকচ


বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ৬ টি জেলার প্লাবিত হাওর এলাকাকে দুর্গত অঞ্চল ঘোষণার জন্য বিরোধী রাজনৈতিক দল সমূহের দাবিকে নাকচ করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার ঢাকায় ত্রাণ মন্ত্রী সাংবাদিকদের বলেন হাওর এলাকার পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে, দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। তিনি জানান, হাওর এলাকায় প্লাবনে খতিগ্রস্থ ৩ লাখ ৩০ হাজার পরিবারকে আগামী ১০০ দিন প্রতি মাসে ৩০ কেজি করে চাল এবং নগদ ৫০০ টাকা দেওয়া হবে। হাওর প্লাবিত হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি বা দুর্নীতি দায়ী কি না- এমন প্রশ্নের জবাবে ত্রান মন্ত্রী বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন এখন পর্যন্ত পাওয়া খবরে ২ লাখ হেক্টর জমির ৬ লাখ মেট্রিকটন চাল নষ্ট হয়েছে যা দেশের মোট খাদ্য উৎপাদনের ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবেনা। এদিকে, সুনামগঞ্জ জেলার শনির হাওরে রোববার বাধ ভেঙ্গে পানি প্রবেশ করায় সেখানে বিস্তীর্ণ এলাকায় প্লাবনের কারনে ফসল হানির সম্ভাবনা দেখা দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG