অ্যাকসেসিবিলিটি লিংক

মকাইবাড়ি টি এস্টেটের এবছরের প্রথম ফার্স্ট ফ্লাশ চা কিনে নিল এক জাপানি সংস্থা


দুনিয়ার সেরা চা উৎপন্ন হয় দার্জিলিঙের পাহাড়ে। সেখানকার অন্যতম সেরা চা বাগান ১৫৫ বছর বয়সী মকাইবাড়ি টি এস্টেট। বুধবার তাদের এ বছরের প্রথম ফার্স্ট ফ্লাশ চা এক জাপানি সংস্থা কিনে নিল কিলো-প্রতি রেকর্ড ৩০২ ডলার বা ১৯,৩৬৩ টাকা দরে। অবশ্য এ বাগানের সর্বকালীন দামের রেকর্ড হয়েছিল ২০১৪-য়। প্রতি কিলোগ্রাম ১,৮৫০ ডলার বা, ১ লক্ষ ১১ হাজার টাকা দামে বিক্রি হয়েছিল মকাইবাড়ির সেকেন্ড ফ্লাশ চা। এত দিন সংস্থার নিজস্ব চা বিক্রির দোকান ছিল আমেরিকা, ইংল্যান্ড ও বাগডোগরা বিমানবন্দরে। সংস্থা জানাচ্ছে, কয়েক দিনের মধ্যেই কলকাতাতেও তারা খুলতে চলেছে নিজস্ব দোকান। কলকাতা তেমন বড়লোকের শহর না হলেও কিন্তু দিব্যি চা-রসিক।

please wait

No media source currently available

0:00 0:00:34 0:00

XS
SM
MD
LG