অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসী নির্বাচনের ইতিহাস পাল্টে দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন


ফরাসী নির্বাচনের ইতিহাস পাল্টে দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। রচনা করেছেন নতুন এক ইতিহাস। ৫৯ বছরের মধ্যে এই প্রথম কোন একজন প্রার্থী মুলধারার রাজনীতির বাইরে থেকে এসে চমক সৃষ্টি করেছেন। ৩৯ বছর বয়স্ক সাবেক এই ব্যাংকার ম্যাক্রন ৬৬ দশমিক এক ভাগ ভোট পেয়েছেন।

একমাত্র প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থী মারিন ল্য পেন পেয়েছেন ৩৩ দশমিক ৯ ভাগ ভোট। রোববারের এই নির্বাচনে ভোট পড়েছে ৭৪ ভাগ। যা গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে কম। ৮ দশমিক ৫ ভাগ ভোটার ব্যালট শূন্য রেখেই বাড়ি ফিরে গেছেন।

বিজয়ের পর ল্যুভ মিউজিয়ামের সামনে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে ম্যাক্রন বলেন, অভিনন্দন সবাইকে। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নয়া এক পাতা খুলেছি।তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে দ্বিধা-বিভক্ত ফ্রান্সকে ঐক্যব্ধ করা। জনগণকে নিরাপত্তা দেয়া। বেকারত্ব দূর করা।ওদিকে পরাজিত ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী মারিন ল্য পেন বলেন, আমরা পরাজিত হয়েছি এটা সত্য, তবে জেনে রাখুন আমরা ভেঙে পড়িনি। শেষ হয়ে যায়নি আমাদের যুদ্ধ।

please wait

No media source currently available

0:00 0:05:24 0:00

XS
SM
MD
LG