অ্যাকসেসিবিলিটি লিংক

মাইকেল ফ্লিনকে রাশিয়া ব্ল্যাকমেইল করতে পারে বলে সতর্ক করছিলেন স্যালি ইয়েটস


সাবেক এ্যাটর্নী জেনারেল স্যালি ইয়েটস বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রথমদিকেই তিনি সতর্ক করেছিলেন যে তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা জেনারেল মাইকেল ফ্লিনকে রাশিয়া ব্ল্যাকমেইল করতে পারে।

ইয়েটস সেনেট প্যানেলে রাশিয়া বিষয়ক শুনানীতে একথা বলেন। তিনি যুক্তরাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রদূত সারগেই কিসলিয়াকের সঙ্গে মাইকেল ফ্লিনের যোগাযোগের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের না জানার বিষয়টি জেনেই সতর্ক করেছিলেন।

ফ্লিনের বিষয়ে ইয়েটসের উদ্বেগ প্রকাশের ১৮ দিনের মাথায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করেন। গত বছর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয় সেনেট তদন্তের অংশ হিসাবে সোমবার ঐ শুনানী অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG